Site icon Arts and Culture Gurukul [ শিল্প ও সংস্কৃতি গুরুকুল ] GOLN

আমরা

আমরা শিল্প ও সংস্কৃতির গুরুকুল, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের একটি অঙ্গ প্রতিষ্টান। আমরা শান্ত্রীয় সঙ্গীত, লোকগান, রবীন্দ্রনাথের সকল সৃষ্টি, কাজী নজরুলের সকল সৃষ্টি, সেতার, বেহালা, বাঁশি, তবলা, নৃত্য, আবৃত্তি, অভিনয়, চলচ্চিত্র, ফাইন আর্ট সহ সংস্কৃতির নানাবিধ উদ্যোগ নিয়ে কাজ করি।

 

আমাদের উদ্যোগগুলো সম্পর্কে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।

সম্পাদক,

শিল্প ও সংস্কৃতির গুরুকুল

Exit mobile version