দেশের গানে মাতৃরূপ দর্শন

আজকের আমাদের আলোচনার বিষয় দেশের গানে মাতৃরূপ দর্শন

দেশের গানে মাতৃরূপ দর্শন

 

দেশের গানে মাতৃরূপ দর্শন

 

দেশের গানে মাতৃরূপ দর্শন

শ্যামাসংগীত রচনায় সিদ্ধহস্ত নজরুল বরাবর মাতৃভক্ত। সেই সময়েরই রূপ তিনি দেখতে পান জননী জন্মভূমির কল্পনায়। মাতৃজ্ঞানে তিনি স্বদেশের প্রতি যেমন শ্রদ্ধা নিবেদন করেন তেমনি স্বদেশের মাটির প্রতি তাঁর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই তাঁর গানে। কবি জন্মভূমির প্রতি তাঁর ঋণ স্বীকার করেন তাঁর রচিত গানের মাধ্যমে। কবির ভাষায়-

“জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা।

স্বর্গাদপি গরীয়সী স্বদেশ আমার ভারত মাতা

কবির কাছে জন্মভূমি দেশ মায়ের মতোই পবিত্র। যে মায়ের চরণে মাথা নোয়ালে স্বর্গসুখ লাভ করা যায়। শিক্ষা-দীক্ষায় সকল প্রাপ্তিতে পূর্ণ করে এই দেশজননী মানুষ হতে শিখায় আমাদের। স্বদেশের মাটি তাই স্বর্গের ঐশ্বর্য এই মায়ের মাটির গন্ধের কাছে কিছু নয়। কবি মূলত এই গানের প্রতিটি উক্তিতে দেশমাতার প্রতি ঋণ স্বীকার করেছেন। আবার সরল মায়ের মতো এর উদারতায় স্বার্থান্বেষী ইংরেজরা এই মাকেই দাসী করতে দ্বিধা করেনি। দেশমাতা যেন কবির চোখে চিরাচরিত বাংলার মা। কবির ভাষায়-

“ভারতলক্ষ্মী মা আয় ফিরে এ ভারতে

ব্যথায় মোদের চরণ ফেলে অরুণ আশার সোনার রথে ।

অশ্রু গঙ্গার জলে ধুই মা তোর চরণ নিতি

ত্রিশ কোটি কণ্ঠে বাজে রোদনে তোর বোধনগীতি ।

 

দেশের গানে মাতৃরূপ দর্শন

 

এই গানটির মধ্যে কবির চরম উৎকণ্ঠা দেখতে পাই। কবি এই ভারতমাতাকে লক্ষ্মীরূপে ফিরে আসতে বলেছেন শোষকশ্রেণি বাংলার কৃষক, শ্রমিক সকলকে বহুবিধ অত্যাচারে জর্জরিত করে মায়ের সোনার ধানভরা কোল আজ শূন্যপ্রায়। সন্তানের মুখে অন্ন নেই। ত্রিশ কোটি সন্তানের হাহাকারে উত্তপ্ত বাতাস। মায়ের সন্তানদের এ যন্ত্রণা অসহনীয়।

তাই কবি আগমনীরূপে নারীবেশে ভারতমাতাকে দেশমাতাকে আবার ভারতে প্রত্যাবর্তন করতে আরাধনা জানিয়েছেন। ত্রিশ কোটি সন্তানের বোধনগীতি এ মাকে জাগতেই হবে। স্বদেশের মাটি সন্তানের চোখের জলে মায়ের চরণ ধৌত করে বাংলা মাকে অপরূপ সাজে সজ্জিত করে আজ উৎসবের বাহন করে আগমনের জয়ধ্বনি ব্যক্ত করেছেন কবি এই গানে। এছাড়াও কবির এই ধারার মাতৃজ্ঞানে স্বদেশের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদনের আরো কিছু গান রয়েছে।

ক. এস মা ভারত-জননী আবার জগৎ-তারিণী সাজে।

রাজরানী মা’র ভিখারিনী বেশ দেখে প্রাণে বড় বাজে ॥ ১৭

খ. “ত্রিংশ কোটি তব সন্তান ডাকে ভোরে ভুলে

আছিস দেশ জননী কেমন ক’রে

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

গ. “স্বদেশ আমার! জানি না তোমার শুধিব মা করে ঋণ।

দিনের পরে মা দিন চলে যায় এলো না সে শুভদিন

আরও দেখুন :

Leave a Comment