Site icon Arts and Culture Gurukul [ শিল্প ও সংস্কৃতি গুরুকুল ] GOLN

রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা

রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা

আজকের আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা

রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা

 

 

রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা

১৩২৯ সালে মুক্তধারা নাটকটি প্রকাশিত হয়। এর সঙ্গে পূর্ববর্তী প্রায়শ্চিত্ত নাটকের সম্পর্ক আছে। প্রায়শ্চিত্তের ধনঞ্জয় বৈরাগীকে এ নাটকেও দেখা যায়। মুক্তধারার প্রথম নাম ছিল পথ। রবীন্দ্রনাথের একটি পত্র থেকে তা জানা যায়। কবি লিখেছিলেন:

‘এ নাটকটা প্রায়শ্চিত্ত নয়, এর নাম পথ। এতে কেবল প্রায়শ্চিত্ত নাটকের সেই ধনঞ্জয় বৈরাগী আছে যার কেউ নেই- সে গল্পের কিছু এতে নেই, সুরমাকে এতে পাবে না।’

প্রায়শ্চিত্ত নাটকের ‘আরো আরো প্রভু;

‘আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়,

‘আমাকে যে বাঁধবে ধরে’,

‘রইল বলে রাখলে কারো

‘আগুন আমার ভাই’ প্রভৃতি গান মুক্তধারাতেও ব্যবহার করা হয়েছে।

‘ওতো আর ফিরবে না রে’ গানটিও আমি ফিরব না রে’ গানটির রূপান্তর। এই নাটকে ভৈরবপন্থীদের গান-

“জয় জয় ভৈরব জয় শঙ্কর

জয় জয় প্রলয়ঙ্কর শহরে শঙ্কর’, গানটি অত্যন্ত উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা

বীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত ছবি আঁকা শুরু করেন প্রায় সত্তর বছর বয়সে। চিত্রাঙ্কনে কোনো প্রথাগত শিক্ষা তার ছিল না। প্রথমদিকে তিনি লেখার হিজিবিজি কাটাকুটিগুলিকে একটি চেহারা দেওয়ার চেষ্টা করতেন। এই প্রচেষ্টা থেকেই তার ছবি আঁকার সূত্রপাত ঘটে। ১৯২৮ থেকে ১৯৩৯ কালপরিধিতে অঙ্কিত তার স্কেচ ও ছবির সংখ্যা আড়াই হাজারের ওপর, যার ১৫৭৪টি শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে সংরক্ষিত আছে।

 

 

দক্ষিণ ফ্রান্সের শিল্পীদের উৎসাহে ১৯২৬ খ্রিষ্টাব্দে তার প্রথম চিত্র প্রদর্শনী হয় প্যারিসের পিগাল আর্ট গ্যালারিতে। এরপর সমগ্র ইউরোপেই কবির একাধিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিতে রং ও রেখার সাহায্যে রবীন্দ্রনাথ সংকেতের ব্যবহার করতেন। রবীন্দ্রনাথ প্রাচ্য চিত্রকলার পুনরুত্থানে আগ্রহী হলেও, তার নিজের ছবিতে আধুনিক বিমূর্তধর্মিতাই বেশি প্রস্ফুটিত হয়েছে।

মূলত কালি-কলমে আঁকা স্কেচ, জলরং ও দেশজ রঙের ব্যবহার করে তিনি ছবি আঁকতেন। তার ছবিতে দেখা যায় মানুষের মুখের স্কেচ, অনির্ণেয় প্রাণীর আদল, নিসর্গদৃশ্য, ফুল, পাখি ইত্যাদি। তিনি নিজের প্রতিকৃতিও এঁকেছেন। নন্দনতাত্ত্বিক ও বর্ণ পরিকল্পনার দিক থেকে তার চিত্রকলা বেশ অদ্ভুত ধরনেরই বলে মনে হয়।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

তবে তিনি একাধিক অঙ্কনশৈলী রপ্ত করেছিলেন। তন্মধ্যে, কয়েকটি শৈলী হল- নিউ আয়ারল্যান্ডের হস্তশিল্প, কানাডার (ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ) পশ্চিম উপকূলের “হাইদা” খোদাইশিল্প ও ম্যাক্স পেকস্টাইনের কাঠখোদাই শিল্প।

আরও দেখুন :

Exit mobile version