শাপমোচন নৃত্যনাট্য

আজকের আমাদের আলোচনার বিষয় শাপমোচন নৃত্যনাট্য

শাপমোচন নৃত্যনাট্য

 

শাপমোচন নৃত্যনাট্য

 

শাপমোচন নৃত্যনাট্য

এই নামে ‘পুনশ্চ’ গ্রন্থের একটি সুদীর্ঘ গদা-কবিতা এই নাটকের মূল। এর মধ্যে সৌন্দের্যের মোহ ও প্রকৃত প্রেমের দ্বন্দ রূপায়িত। রাণী কমলিকা অরুনেশ্বরের কুৎসিত চেহারা দেখে ঘৃণায় তাকে ত্যাগ করে গেল, স্বামীর প্রেমের মূল্য বুঝিতে পারল না; তারপর বিরহের দুঃখ ও আত্মগ্লানির অগ্নিতে শুদ্ধ হইয়া সে প্রেমের মূল্য বুঝিল, বুঝিল কালের বুকেই বাস করে নয়ন- ভুলানো আলো। তখনই গদগদ কণ্ঠে, অপলক চোখে বলিল, প্রভূ আমার, প্রিয় আমার, এ কী সুন্দর রূপ তোমার ।

ইহার আখ্যানবস্তু ও ‘রাজা’ নাটকের আখ্যানবস্ত্র প্রায় এক। গদ্য-কবিতা হতে আবৃত্তি, সংগীত ও নৃত্যে ইহার রূপ দেওয়া হয়। প্রথম অভিনয়ে কবির স্বয়ং এটার গদ্য অংশ সমূহ পাঠ করেছিলেন।

“শাপমোচন এর যুগে আমরা প্রথম চেষ্টা করলুম নাচের মধ্যে নাটকের বিষয় আনতে। গুরুদেবের জয়ন্তী উৎসবের সময় ম্যুনিভার্সিটির ছাত্রদের অনুরোধে তিনি ‘শাপমোচন’ এর কথাবস্তু লিখিছিলেন এবং কলকাতার জোড়াসাকোর বাড়ির দালানে স্টুডেন্ট ভেতে প্রথম এই নাটক অভিনীত হয়েছিল।

 

শাপমোচন নৃত্যনাট্য

 

এই নাটকের গল্পাংশকে অনুসরন করে নাচ দেওয়া হয় এবং নাটকীয় সংঘাতকে বিশেষভাবে ফুটিয়ে তোলবার জন্যে মুক- অভিনয় দ্বারা ভাবকে ব্যাক্ত করা হয়েছিল। এই নাটক প্রথমে লক্ষ্যে পৌছায় ও পরে বহুবার মাদ্রাজ, বোম্বাই, সিংহল অভিনীত হতে হতে পরিণতি লাভ করেছে।”

সাধারণ ভাবে খন্ড নাচ বা ঋতু নাট্যের নাচের পোষাক। নৃত্যনাট্যে কাহিনী এবং চরিত্রানুযায়ী পোশাক পরিকল্পনা করা হতো। যেমন চিত্রাঙ্গদার পোষাক সম্পর্কে শান্তিদেব ঘোষ জানাচ্ছেন। চিত্রাঙ্গদা ও তার সখীরা প্রথম দৃশ্য যে সাজটি পরত, দ্বিতীয় দৃশ্যের সময় তার পরিবর্তন করা হোত। চিত্রাঙ্গদার নৃত্যনাট্যের ২য় দৃশ্যের মেয়েদের সাজটি প্রথম পরিয়ে তার উপরে প্রথম
দৃশ্যের সাজ পরানো হোত অর্জুনের সহচরসহ নাচ ও বিরতীর সময়ে দ্রুত উপরের সাজটি খুলে ফেলা হোত।

 

শাপমোচন নৃত্যনাট্য

 

প্রথম দৃশ্যে পুরুষবেশে চিত্রাঙ্গদা ও সখীদের শাড়ীর উপরে বর্ম পরানো হতো। মাথায় থাকতো শিরস্ত্রান। দ্বিতীয় দৃশ্যে এই ধর্ম ও শিরস্ত্রাণ খুলে ফেলা হতো। আবার শেষ দৃশ্যে চিত্রাঙ্গদা যখন নিজের পরিচয় মেলে ধরেছে আমি চিত্রাঙ্গদা গানের সঙ্গে। তখন চিত্রাঙ্গদা সাজ বদল করে বিবাহের সাজে মাথায় উড়নি সংকারে মঞ্চে প্রবেশ করতো।

আরও দেখুন :

Leave a Comment