Mohiniyattam Dance 16

মোহিনীয়াট্টম নৃত্য দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এই রমণীয় নৃত্যকলাটি সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপনা করে থাকেন।

মোহিনীয়াট্টম নৃত্য দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এই রমণীয় নৃত্যকলাটি সাধারণত মহিলারাই এককভাবে উপস্থাপনা করে থাকেন। “মোহিনীয়াট্টম” শব্দটির আক্ষরিক অর্থ “মুগ্ধকারিনীর নৃত্য”। শব্দটির উদ্ভব “মোহিনী” (“যে নারী নিজরূপে সকলকে মুগ্ধ করে”) এবং “আট্টম” (“সৌন্দর্য ও লাস্যময়ী অঙ্গভঙ্গি”) শব্দদ্বয়ের সংযোজনে।

Leave a Comment